নিটারের মাস্টার প্ল্যান প্রনয়ণ কার্যক্রমে Zubair Hasan Architects ও নিটার -এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
# General
# Campus Development
নিটারের মাস্টার প্ল্যান প্রনয়ণ কার্যক্রমে Zubair Hasan Architects ও নিটার -এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত |
গত ৩০-১০-২০২৫ তারিখ, বৃহস্পতিবার; বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর কারওয়ান বাজারস্থ কার্যালয়ে নিটারের মাস্টার প্ল্যান প্রনয়ণ কার্যক্রমে Zubair Hasan Architects ও নিটার -এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. আশেকুল আলম রানা, পরিচালক, নিটার এবং জনাব মোঃ জুবায়ের হাসান, প্রিন্সিপাল আর্কিটেক্ট, Zubair Hasan Architects স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিটার গভর্নিং বডির সম্মানীত চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেল, প্রেসিডেন্ট, বিটিএমএ; গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিটিএমএ’র বোর্ড অব ডিরেক্টরস এর সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিটার গভর্নিং বডির ৭৩তম সভায় নিটার এর একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রী আবাসিক হল, থিয়েটার ভবন দ্রæত নির্মাণের জন্য স্বনামধন্য প্রতিষ্ঠান Zubair Hasan Architects এর মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় Zubair Hasan Architects -কে মাস্টার প্ল্যান/লে-আউট প্ল্যান ডিজাইন এবং বিল্ডিং নির্মাণের বিস্তারিত ডিজাইন (আর্কিটেকচারাল/সিভিল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এন্ড স্যানিটারী, সিকিউরিটি সিস্টেম ও অন্যান্য) তৈরীর জন্য কার্যাদেশ প্রদান করা হয়। উক্ত কার্যাদেশের প্রেক্ষিতে Zubair Hasan Architects গত ২০-১০-২০২৫ তারিখে বিটিএমএ গুলশান কার্যালয়ে গভর্নিং বডির চেয়ারম্যান মহোদয়, বিটিএমসি, বিটিএমএ ও নিটার এর প্রতিনিধিগণের উপস্থিতিতে প্রাথমিক খসড়া মাস্টার প্ল্যান উপস্থাপন করেন।
পরবর্তীতে গত ৩০-১০-২০২৫ তারিখে অনুষ্ঠিত নিটার গভর্নিং বডির ৭৫তম সভায় উক্ত গভর্নিং বডির সম্মানীত সদস্যবৃন্দ ও বিটিএমএ’র বোর্ড অব ডিরেক্টরস এর সম্মুক্ষে চ‚ড়ান্ত মাস্টার প্লানের প্রেজেন্টেশন প্রদান করা হয় এবং প্রেজেন্টেশন শেষে নিটারের মাস্টার প্ল্যান প্রনয়ণ কার্যক্রমে Zubair Hasan Architects ও নিটার -এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
Letest News