আইসিটি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে নিটারে সেমিনার
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি আইসিটি সেক্টরে উন্নত ক্যারিয়ার গঠনে ছাত্রাবস্থা থেকে যেন প্রস্তুতি গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ২৩ নভেম্বর (রবিবার) কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শাকিলা শফিকের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন আইটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান, ব্রাক ব্যাংক লিমিটেডের ডাটা অ্যানালাইটিকস দিগন্ত দাস, এবং বিজেআইটি গ্রুপের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইফতেখার আহমেদ আকিব। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত আলোচনা, নতুন প্রযুক্তি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান উম্মে সারা সমাপনী বক্তব্যে সেমিনারের আলোচকবৃন্দ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। একই সাথে সাথে ইন্ডাস্ট্রি বেসড কোর্স কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে আইসিটি এক্সপার্টদের সাথে বর্তমান কারিকুলাম নিয়ে আলোচনা করা হয়।