শিক্ষার্থীদের কর্মজীবনে যোগদানের সুযোগ সৃষ্টিতে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) গত ৩০ ডিসেম্বর২০২৩শনিবার দিনব্যাপী "জব ফেয়ার ২০২৩"এর আয়োজন করে। এবারের জব ফেয়ারে দেশের ১১ টি স্বনামধন্য রপ্তানী মুখী টেক্সটাইল কম্পোজিট ফ্যাক্টরী ও একটি বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

বিটিএমএ-এসইআইপির যৌথ উদ্দ্যোগে আয়োজিত নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জব ফেয়ারের উদ্বোধন করেন বিটিএমএ'র প্রেসিডেন্ট ও নিটার গভর্নিং বডির সম্মানীত চেয়ারম্যান মহোদয় (জনাব মোহাম্মদ আলী খোকন) এর প্রেরিত বিশেষ প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোঃ জাকির হোসেনএনডিসিপিএসসি(অব.)এ্যাডিশনাল সেক্রেটারি জেনারেলবিটিএমএ।  ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন বিটিএমএ-এসইআইপি প্রজেক্টের চিফ কো-অর্ডিনেটর জনাব মোঃ শহিদুল ইসলাম।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন (অব.) বলেননিটারের গেট দেখে বুঝার কোন উপায় নেই যেনিটারের ভিতরে অন্য একটি ভিন্ন জগৎ বিদ্যমান। নিটারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবীরা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে থাকেযারা এক একটি বারুদতাদের তত্বাবধানে এখানকার শিক্ষার্থীরা নিটারকে এক অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে।

নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ বলেনশুধু কারিকুলাম পরিবর্তন নয়আধুনিক কারিকুলামের সুফল পেতে হলে দক্ষ শিক্ষক নিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার যুগপযোগী করতে হবে এবং একই সাথে বুদ্ধিদীপ্ত শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। এজন্য শিক্ষাখাতে জিডিপির ৩-৪% বরাদ্দ রাখা বিশেষ প্রয়োজন। মেধাবীদের এই পেশায় উদ্বুদ্ধ করার জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রনয়ণ করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিয়োগকারী প্রতিনিধিদের উদ্দেশ্য করেকে কোন প্রতিষ্ঠানের গ্রাজুয়েট সেটা বিবেচনায় না এনে যথাযথ যোগ্যতা যাচাই সাপেক্ষে নিয়োগ প্রদান করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো উল্লেখ্য করেন যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে কোন শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবলের চাহিদা মেটানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন শিল্প প্রতিষ্ঠানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের পারষ্পারিক জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যা শিল্পখাতে চাহিদামাফিক দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ নিটারের পরিচালক মহোদয়ের সাথে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।