Published: 26-Aug-2024
সাধারণ বিজ্ঞপ্তি
ইনস্টিটিউটে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে নিটারের বিভিন্ন বিষয়াবলি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়াতে লেখালেখি/আলোচনা হচ্ছে, ফলশ্রুতিতে নিটারের সাধারন শিক্ষার্থীদের মধ্যে একধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং একই সাথে নিটারের সুনাম ক্ষুন্ন হচ্ছে । মতামত প্রকাশ বা সমালোচনা করার অধিকার সবার রয়েছে, কিন্তু তথ্যগত ঘাটতি বা কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই যেকোন বিষয়ে অনুমান নির্ভর লেখা কোনভাবেই কাম্য নয়। নিটারের বর্তমান প্রশাসন, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের তথ্য/উপাত্ত জানার আগ্রহকে সাধুবাদ জানায় এবং যেকোন বিষয়ে সহযোগিতায় বদ্ধপরিকর।
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে একাডেমিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করার আবশ্যকতা রয়েছে। এলক্ষ্যে সকল শিক্ষার্থীদের প্রতি জানানো যাচ্ছে যে, তাদের আলোচ্য বিষয়গুলো আলোচনার জন্য স্ব স্ব বিভাগের যে কোন শিক্ষক/কোর্স কোঅর্ডিনেটর /বিভাগীয় প্রধান/প্রক্টরীয়াল কমিটি/হল সুপার গণের সহিত আলাপ-আলোচনা পূর্বক লিখিত আকারে রেজিস্ট্রার অফিসে জমা দেয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।
সর্বোপরি, নিটারের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য সকলের সাহায্য ও সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদ,
রেজিস্ট্রার অফিস
NOTICE
-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিটারের লাইব্রেরি সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি ।
Published: 09-Oct-2024
-
নিটারে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির তারিখ বর্ধিত সংক্রান্ত বিজ্ঞপ্তি
Published: 09-Oct-2024
-
ভর্তির তারিখ বর্ধিত সংক্রান্ত বিজ্ঞপ্তি |
Published: 09-Oct-2024
-
Durga Puja Holiday Notice
Published: 09-Oct-2024
-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজ্ঞপ্তি |
Published: 08-Oct-2024