রেডিও ফ্রিকোয়েন্সি ও তার প্রয়োগ বিষয়ে নিটারে গবেষণা কেন্দ্রীক সেমিনার

# Electrical & Electronic Engineering (EEE) # Education

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীদের  একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে RF Sensing for Vital Signs Monitoring শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে নিটার কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলভি আল সৃজনের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন ড. শেখ মোঃমাহমুদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইইই বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেমিনারে ড. ইসলাম ডপলার ইফেক্টকে কাজে লাগিয়ে নন কন্টাক্ট পদ্ধতির মাধ্যমে হৃদ কম্পনকে রাডারের মাধ্যমে রেকর্ড করে কিভাবে হার্টের স্পন্দন পরিমাপ করা যায় এবং সেই স্পন্দন থেকে কিভাবে একজন মানুষের শারীরিক গতিবিধি মনিটর করা যায় তা উপস্থাপন করেন। এছাড়াও রাডার ব্যবহার করে মানুষের ঘুমের প্যাটার্ন শনাক্ত করা, কোনো স্থানে প্রাণীর অস্তিত্ত্ব নির্ণয় করা এবং মানুষের হাঁটার প্যাটার্ন থেকে তাকে শনাক্ত করার উপায়ও উপস্থাপন করেন।

দিনব্যাপী এ সেমিনারে নিটারের সম্মানীত পরিচালক মহোদয়, ইইই এবং সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইইই বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মামুন-উর-রশীদ সমাপনী বক্তব্যে সেমিনারের আলোচকবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।