নিটারে 'টেক্সটাইল টেস্টিং এর গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক সেমিনার
ন্যাশনাল ইন্সটিটিউট অফ
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ শিল্পক্ষেত্রে টেক্সটাইল টেস্টিং
এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
ইন্সটিটিউটের সিআরআইআর এর
তত্ত্বাবধানে ৯ আগস্ট (বুধবার) কনফারেন্স রুমে "সিগনিফিকেন্স অব টেস্টিং টু
ফুলফিল দ্যা ব্যায়ার রিকয়ারমেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস" শিরোনামে
সেমিনারটি অনুষ্ঠিত হয়।
টেক্সটাইল ও সহায়ক
শিল্পক্ষেত্রে টেস্টিং এর গুরুত্ব, বিভিন্ন ধরণের শিল্পপণ্যে
টেস্টিং এর প্রয়োজনীয়তা ও ধরণ,
টেস্টিং এর কার্যপ্রণালী এবং ব্যায়ার রিকয়ারমেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি
ট্রেন্ডস শিক্ষার্থীদের
সামনে তুলে ধরেন এসজিএস বাংলাদেশের ফিজিক্যাল ল্যাবরেটরী ম্যানেজার মুঈন উদ্দিন।
সেমিনারে এসজিএস বাংলাদেশের কার্যক্রম ও শিল্পপণ্যে
টেস্টিং এর প্রাক্রিয়া নিয়ে আলোকপাত করেন এসজিএস বাংলাদেশের ফিজিক্যাল ল্যাবরেটরী এল এন্ড ডি'র ইনচার্জ পারভিন আক্তার।