নিটারে 'ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে' ক্যারিয়ার সম্ভবনা নিয়ে সেমিনার
একাডেমিক জ্ঞান অর্জনের পর শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীরা যাতে প্রস্তুতি নিতে পারে সেই লক্ষ্যে একটি সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।
৩০ সেপ্টেম্বর নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত "Lean Management and TQM for Industrial Engineers" শীর্ষক সেমিনারের আয়োজক হিসেবে ছিল ইন্সটিটিউটের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স (সিআরআইআর)।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জেরিন তাসসিম তামান্নার উপস্থাপনায় ও সিআরআইআর এর আহবায়ক ড. মো. আবুল কালামের সভাপত্বিতে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌফিক আহমেদ।
সেমিনারে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রজেক্ট অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর নাজমুল ইসলাম এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মুজাহিদুল ইসলাম।