নিটারে ফ্যাশন এক্সেসরিজের ক্র্যাফটিং এলিগেন্স নিয়ে কর্মশালা

# Fashion Design & Apparel Engineering (FDAE) # Education

ফ্যাশন এক্সেসরিজ সমূহের ক্র্যাফটিং এলিগেন্স নিয়ে শিক্ষার্থীরা যাতে সময়োপযোগী জ্ঞান অর্জন করতে পারে সেই লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালার  আয়োজন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। 

২০ সেপ্টেম্বর নিটারের ড্রইং অ্যান্ড ড্রাপিং ল্যাবে অনুষ্ঠিত "ক্র্যাফটিং এলিগেন্স: ফ্যাশন এক্সেসরিজ ক্রিয়েশন" শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজক হিসেবে ছিল ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই) ডিপার্টমেন্ট।

কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জেবি টেক্স এর ফ্যাশন ডিজাইনার নিশাত তামান্না তুলি। কর্মশালায় তিনি দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন উপকরণ এবং কৌশল ব্যবহার করে বিভিন্ন ফ্যাশনের জিনিসপত্র যেমন কানের দুল, নেকলেস এবং পার্স তৈরি করা যায়। সৃজনশীলতা এবং শৈলীর সাথে  শিক্ষার্থীরা যাতে নিজস্ব ফ্যাশনের জিনিসপত্র তৈরি করতে পারে সে বিষয়েও হাতে কলমে শিখানো হয় কর্মশালায়।