নিটারে ৪র্থ শিল্প বিপ্লব এবং সমসাময়িক বিষয়ের উপর শীর্ষক সেমিনার
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ৪র্থ শিল্প বিপ্লব ও সমসাময়িক বিষয়ে সচেতন করার লক্ষ্যে গত ৩১ শে জানুয়ারী বুধবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে “4G IR in Wet Processing Industries” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে ৪র্থ বর্ষের Wet Processing এবং Apparel Engineering বিভাগের শিক্ষার্থরা অংশ গ্রহন করে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব বোরহান উদ্দিন বান্নার উপস্থাপনায় উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন MTM
International এর Managing Director
মোসান্নেফ হোসেন ভূঁইয়া। সেমিনারে জনাব মোসান্নেফ হোসেন ভূঁইয়া তার সুদীর্ঘ ১৭ বছরের কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। তিনি টেক্সটাইল শিল্পে প্রথম শিল্প বিপ্লবের Steam Engine এর আবিষ্কার থেকে শুরু করে যথাক্রমে ২য় শিল্প বিপ্লব, ৩য় শিল্প বিপ্লব এবং বর্তমানে ৪র্থ শিল্প বিপ্লবের ডিজিটাল সিস্টেম , সফটওয়্যার ও রিমোট কন্ট্রোলিং নিয়ে আলোচনা করেন। তিনি Data Computing , Data Analysis, AI, CF1000, Auto
Designing এবং LA500 Software এর প্রয়োজনীয়তা ও ইন্ডাস্ট্রিতে এগুলো সংযোজনের মাধ্যমে টেক্সটাইল শিল্পের আধুনিকায়ন সম্বন্ধে করেন।
সেমিনারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহবুব হাসান, প্রভাষক তানজিনা রিফাত টুম্পা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জনাব বোরহান উদ্দিন বান্না সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।