নিটার মেজবান - ২০২৫ সুসম্পন্ন ।

# General # Education

অদ্য ০১-০২-২০২৫ তারিখ শনিবার নিটারে অনুষ্ঠিত হলো মেজবান - ২০২৫। নিটারের সকল বর্তমান ছাত্র-ছাত্রী এবং সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) পদচারনায় মুখোরিত ছিল নিটার ক্যাম্পাস । উক্ত মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নিটার গভর্নিং বডির সম্মানীত চেয়ারম্যান ও বিটিএমএ 'র প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল । আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানীত সদস্য ও বিটিএমএ 'র পরিচালক জনাব মোঃ খোরশেদ আলম, চেয়ারম্যান লিটল ষ্টার স্পিনিং মিলস লিমিটেড এবং ফারিহা গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ মনির হোসেন সদস্য ,গভর্নিং বডি এবং পরিচালক , বিটিএমএ ।