নিটার-এ ক্যাম্পাস রিক্রুটটমেন্ট করে গেল বিটপি গ্রুপ
# General
# Career Club
গত
৬ জুলাই ২০২৪, Bitopi Group ক্যাম্পাস
পরিদর্শন শেষে, নিটার এর মাননীয় পরিচালক মহোদয়ের সাথে মতবিনিময় করেন। এসময় তারা নিটার
এর ল্যাব ফ্যাসিলিটির ব্যাপারে ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে পারস্পরিক
সম্পর্ক জোড়দার করার জন্য আগ্রহ প্রকাশ করেন। সকাল ১০.৩০ টায়, পূর্বনির্ধারিত ক্যাম্পাস
রিক্রুটমেন্টের কার্যক্রম শুরু হয়। মোট তিনটি ডিপার্টমেন্ট - টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,
ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং আইপিই থেকে চাকুরী প্রত্যাশী সর্বমোট
১০২ জনের সিভি যাচাই বাছাই করে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা'র ব্যবস্থা করেন।
বিকাল চার ঘটিকায় Bitopi Group তাদের কার্যক্রম সমাপ্তিকালে পরিচালক (নিটার) মহোদয় তাদেরকে নিটারের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেন।
Letest News