বিডিরেনে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে সিএসই'র শিক্ষার্থীরা

একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি সফটওয্যার ও নেটওয়ার্কিংয়ের উপর দক্ষতা অর্জনের লক্ষ্যে এবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।

শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করা নিটাররে একটি ধারাবাহিক কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ২১ ও ২২ আগস্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করা হয় বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন)-এ।

দুই দিনব্যাপী এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে  শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বিডিরেনের সিটিও ইখলাস উদ্দিন আহমেদ।

নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওভারভিউ অব বিডিরেন নেটওয়ার্ক বিষয়ে আলোচনা করেন এনওসি ইজ্ঞিনিয়ার শামীম আহমেদ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডাটা সেন্টার ভিজুয়ালাইজেশন বিষয়ে আলোচনা করেন এনওসি ইজ্ঞিনিয়ার জামিলুর রহমান এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার অ্যান্ড মনিটরিং সিস্টেমস নিয়ে আলোচনা করেন আবু নাসের মোহাম্মদ নাফিউ।

এছাড়াও শিক্ষার্থীরা বিডিরেনের বিভিন্ন ডাটা সেন্টার পরিদর্শন করেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষার্থীদের সাথে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক মোহাম্মদ সায়দুজ্জামান, জেরিন তাসনিম তামান্না, শাকিলা শফিক।