7th BIGTEX 2023 এক্সপোতে নিটারের শিক্ষার্থীদের অংশগ্রহন

# General # Education

২৬ অক্টোবর, ২০২৩ হতে দিনব্যাপী 7th BIGTEX 2023 - Bangladesh International Garments & Textile Machinery Expo ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় শুরু হয়েছে।  শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি ২৬ অক্টোবর দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন। সমগ্র টেক্সটাইল, গার্মেন্টস এবং অ্যাপারেল শিল্পকে লক্ষ্য করে উক্ত এক্সপো আয়োজন করা হয়েছে। এক্সপোটি টেক্সটাইল ক্ষেত্রের বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের বিদেশ না গিয়ে সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে একটি বাস্তব জ্ঞানের সুযোগ প্রদান করবে।

উক্ত এক্সপোতে এশিয়া ইউরোপসহ ১২টি দেশের প্রায় ১৬০টি স্টলের অংশগ্রহণের পাশাপাশি নিটারের শিক্ষার্থীদের ১টি স্টল রয়েছে (হল-, প্যাভিলিয়ন-৪৭) নিটারের সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মোট ৩টি টিম ২৬-২৮ অক্টোবর দিনব্যাপী উক্ত এক্সপোতে অংশগ্রহণ করবে। এছাড়াও নিটারের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীগণ এক্সপোতে অংশগ্রহণ করবে। এক্সপোতে নিটারের শিক্ষার্থীগণ টেক্সটাইল শিল্পে তাদের শিক্ষা-গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমন্ত্রিত অতিথি এবং দর্শনার্থীদের নিকট তুলে ধরবেন। এই এক্সপো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।