Orientation program for 2022-2023 session is being held at NITER

আগামী সোমবার; ১৬-১০-২০২৩ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় নিটার এ কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মোজাফফর হোসেন, মাননীয় সংসদ সদস্য (জামালপুর- ৫), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান, মাননীয় উপাচার্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, চেয়ারম্যান, বিটিএমসি; জনাব মোঃ ফজলুল হক, ভাইস-প্রেসিডেন্ট, বিটিএমএ; জনাব মোঃ সালেউদ্দ জামান খান, ভাইস-প্রেসিডেন্ট, বিটিএমএ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট, বিটিএমএ ও চেয়ারম্যান, গভর্নিং বড়ি, নিটার এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ, পরিচালক, নিটার।


Venue: Play Ground, NITER
Organized By: NITER