নিটারের অনুমোদিত মাস্টার প্ল্যান

# General # Campus Development

ইনস্টিটিউটের সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান (ছবি সংযুক্ত) প্রস্তুত করা হয়েছে, যা গত ১১ মে ২০২৩ ইং তারিখ নিটার গভর্নিং বডির ৬৪তম সভায় সকলের সর্বসম্মতিক্রম অনুমোদিত হয়েছে।