নিটারের নতুন এসি বাসের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্ট বিটিএমএ
# General
# Campus Development
বিগত
১৬-১০-২০২৩ তারিখ
সোমবার বিটিএমএর সম্মানীত প্রেসিডেন্ট ও নিটার গভর্নিং
বডির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খোকন এর উপস্থিতিতে শান্তির পায়রা উড়িয়ে নিটার শিক্ষক-কর্মকর্তাদের যাতায়াতের জন্য ব্যবহৃত নতুন এসি বাসের শুভো উদ্বোধন করেন।
এ
সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলীমুজ্জামান,
বিটিএমসির সম্মানীত পরিচালক ও নিটার গভর্নিং
বডির সদস্য জনাব রকিবুল বারী, পাট ও বস্ত্র মন্ত্রানালয়ের
উপ-সচিব ও নিটার গভর্নিং
বডির সদস্য জনাব মোঃ আলমগীর হোসেন এবং বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট জনাব
মোঃ সালেউদ্দ জামান খান। আরো উপস্থিত ছিলেন নিটারের সম্মানীত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর
রশীদ, শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
সবার মুহুর্মুহু করতালীর মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকভাবে উদ্বোধন কার্য সমাপ্ত হয়।
Letest News