কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পৃক্ত নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার সম্ভবনা নিয়ে সেমিনার
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীরা যাতে একাডেমিক ডিগ্রী অর্জনের পর IT Sector এ উন্নত ক্যারিয়ার গঠনে ছাত্রাবস্থা থেকে প্রস্তুতি নিতে পারে সেই লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ২৭ আগস্ট (সোমবার) কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জুনিপার
নেটওয়ার্ক এর টেকনোলজি কনসালটেন্ট আশেকুর রহমান খান। তিনি তার বক্তব্যে
শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার
সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তী প্রজন্মের জন্য কৃত্তিম
বুদ্ধিমত্তার গুরুত্বের প্রতি আলোকপাত করেন। এরই সাথে নেটওয়ার্কিং সেক্টরে আগ্রহী
ছাত্রদের পদচারণার সুযোগ সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক
যারিন তাসনিম তামান্নার উপস্থাপনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন নিটারের পরিচালক
অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ। তিনি ছাত্রদের সফটওয়্যার ভিত্তিক জ্ঞান
অর্জনের পাশাপাশি হার্ডওয়্যার সম্পর্কে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য উৎসাহিত করেন।
সেমিনারে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান উম্মে সারা সমাপনী বক্তব্যে প্রধান আলোচক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।