Industrial Visit

Industrial visits serve two primary objectives: firstly, to enhance the completion of the academic part, and secondly, to foster industry collaborations with the active involvement of faculty members. CRIR takes proactive initiatives to facilitate and organize these beneficial visits.


ইশরাক স্পিনিং মিলসে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিটারের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা



একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা যাতে হাতে কলমে দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে এবার চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।

শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করা নিটাররে একটি ধারাবাহিক কার্যক্রম। সিআরআইআর'র এর তত্ত্বাবধানে বছরজুড়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২ আগস্ট (বুধবার) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইয়ার্ন স্পেশালাইজড চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করা হয় গাজীপুরের ইশরাক স্পিনিং মিলস লিমিটেডে।  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু শিক্ষার্থীও এতে অংশ নেয়।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষার্থীদের সাথে ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষকদের মাঝে আরো অংশ নেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মামুনুর রশীদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইকরামুল ইসলাম, সাদিকুর রহমান, নুসরাত জাহান রুমা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মুয়াজ রহমান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক লাইলাতুন নাহার প্রমুখ।

গাজীপুরের মাওনায় অবস্থিত ইন্ডাস্ট্রিতে পৌঁছালে নিটারের শিক্ষক শিক্ষার্থীদের স্বাগত জানান ইশরাক স্পিনিং মিলসের উপদেষ্টা ইঞ্জিনিয়ার  শান্তিময় দত্ত। শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে কারখানার উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম তুলে ধরেন ইশরাক স্পিনিং মিলসরে কর্মকর্তারা।

বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা ইশরাক স্পিনিং মিলস লিমিটেড, যাতে আমদানি কৃত তুলাকে বিভিন্ন প্রক্রিয়াজাত করণের মাধ্যমে সুতায় রুপান্তরিত করা হয়। এই শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে রানিং ফ্লোরের পাশাপা এক লক্ষেরও বেশি স্পিন্ডলের ইরেকশনের কাজ চলছে। এই ইরেকশনের সময় বিভিন্ন মেশিন, হিউমিডিফিকেশন প্লান্ট  এবং পাওয়ার প্লান্ট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে নিটারের শিক্ষার্থীরা।