নিটারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গত ২৫ মার্চ দুপুর ২ ঘটিকায় নিটার
কনফারেন্স রুমে একটি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরান থেকে পাঠ
করেন নিটার মসজিদের পেশ ইমাম। এরপর ২৫ শে মার্চের গণহত্যা বিষয়ক দুটি
প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন নিটার ছাত্র
হোস্টেলের হোস্টেল সুপার ও সহকারী অধ্যাপক জনাব নুরুন্নবী। এরপর বক্তব্য রাখেন
নিটারের প্রক্টর ও ছাত্র কল্যান উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব ফতেহ আলী খান
পান্নি। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন নিটারের সম্মানিত পরিচালক
অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ। সবশেষে নিটার কালচারাল ক্লাবের মডারেটর ও
সহকারী অধ্যাপক জনাব ইন্দ্রজিৎ কুমার পাল অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ
জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তী ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।