দক্ষতা থাকলে পুরাতন মেশিন দিয়ে সর্বোচ্চ প্রোডাকশন সম্ভব

# General # Career Club

TECHTALK

Spinning Success: Journey to High-Ranking Position

 

গত ৪ মার্চ ২০২৪, নিটার ক্যারিয়ার ক্লাব আয়োজিত TECHTALK ইভেন্ট যার প্রতিপাদ্য ছিলো "Spinning Success: Journey to High-ranking Position" আমন্ত্রিত স্পিকার হিসেবে এসেছিলেন বিটিএমএ- এর অন্যতম ডিরেক্টর এবং লিটল স্টার স্পিনিং মিলস লি: এর চেয়ারম্যান জনাব মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ, যিনি একজন সফল একাডেমিসিয়ান  হিসেবে সার্বক্ষণিক বৈশ্বিক চাহিদাসম্পন্ন নলেজ শেয়ারিং ইভেন্ট, নিটারের স্টুডেন্টদের জন্য পরিকল্পনা করে যাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের প্রাসঙ্গিক মাল্টি ডিসিপ্লিনারি স্কিল রপ্ত করার ব্যাপারে পরামর্শ দেন।

সুদীর্ঘ ৫২ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে মো: খোরশেদ আলম ২৭ টি দেশের ১০৩ টি স্পিনিং প্ল্যান্ট  ভিজিট করেছেন। পুরো কর্মজীবনে কস্ট মিনিমাইজেশন এর সফল টেকনিক প্রয়োগ করেছেন দক্ষ হাতে। দক্ষতা থাকলে পুরাতন মেশিন দিয়েও সর্বোচ্চ প্রোডাক্টিভিটি নিশ্চিত করে কোয়ালিটি প্রোডাক্ট বানানো সম্ভব --আগামী দিনের বস্ত্র প্রকৌশলীদের এই বার্তা দেন তিনি।

প্রথাগত পুঁথিগত ডিগ্রি প্রাপ্তি অসম্পূর্ণ, যদি-না আগামী দিনের প্রকৌশলীরা প্রায়োগীক কৌশল হাতে-কলমে শিক্ষার সুযোগ না পায়। নিটারের শিক্ষাদান কৌশল এবং শিক্ষার্থীদের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন নিটার এ রয়েছে অত্যাধুনিক ল্যাব ফেসিলিটি এবং ফ্যাক্টরিতে  কাজের অভিজ্ঞতা সম্পন্ন একঝাক-শিক্ষক মন্ডলী।

তিনি স্টুডেন্টদের  টেকসই এবং পরিবেশবান্ধব (Sustainable and Ecofriendly) প্রোডাকশন ম্যানেজমেন্ট নিয়ে ভাবনার তাগিদ দেন। উদাহরণ হিসেবে ১০০% কটন একটি টি-শার্টের পুরো লাইফ -সাইকেল জুড়ে ব্যবহৃত পানির পরিমাণ ২৭০০ লিটার বলে জানান। বিকল্প হিসেবে তিনি Manmade ফাইবার  তৈরীর কৌশল শিক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেন , একইসাথে বাংলাদেশে Manmade ফাইবারের usability এবং  production feasibility নিয়ে আলোকপাত করেন। স্পোর্টস ওয়্যার তৈরীর  ক্ষেত্রে Manmade ফাইবারের বিশ্বব্যাপী চাহিদার ব্যাপারে শিক্ষার্থীদের অবহিত করেন।

ক্যারিয়ার গঠনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আগামী দিনের ইঞ্জিনিয়ারদের মানবিক হবার তাগিদ দেন তিনিসফলতার উচ্চ শিখরে নিজেদের স্থায়ী অবস্থান তৈরি করে  নেওয়ার জন্য।

বেনারসি শাড়ির "জড়ি" সুতো বাংলাদেশে যিনি প্রথম তৈরির উদ্যোগ নিয়েছিলেন, যার হাত ধরে স্পিনিং সেক্টরে production cost  কমিয়ে আনার নতুন নতুন কৌশল অনন্য মাত্রা পেয়েছে , তিনি "মো: খোরশেদ আলম -বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের একজন দুঃসাহসিক শেরপা!"

অনুলিখন: মোঃ মুহসিন উল হক, সহকারী অধ্যাপক, বস্ত্র প্রকৌশল বিভাগ।

মডারেটর, নিটার ক্যারিয়ার ক্লাব।