আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এআইবিএ) কর্তৃক নিটার পরিদর্শন
আর্মি
ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এআইবিএ) সাভার সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি
অব প্রফেশনাল (বিউপি) অধিভুক্ত এবং সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি অন্যতম প্রতিষ্ঠান।
অদ্য ২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ উক্ত প্রতিষ্ঠানের বিবিএ প্রোগ্রামের ৪০ জন শিক্ষার্থীসহ
শিক্ষক ও কর্মকর্তা শিক্ষা সফরের উদ্দেশ্যে নিটার ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শনের
প্রারাম্ভিক পর্যায়ে সকাল ১০.০০ ঘটিকায় নিটার কনফারেন্স রুমে অত্র প্রতিষ্ঠানের সহকারী
অধ্যাপক জনাব আলভী আল সৃজনের উপস্থাপনায় ইইই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুয়াজ রহমান
নিটারের সার্বিক ব্যবস্থাপনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন।
অনুষ্ঠানে
এআইবিএ এর সম্মানীত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অবঃ) এবং উপ-পরিচালক
মেজর সৈয়দ সিরাজুল হক (অবঃ) বক্তব্য প্রদান করেন। পরিশেষে নিটারের সম্মানীত পরিচালক
অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ সমাপনী বক্তব্য রাখেন। বক্তব্য প্রদান শেষে এআইবিএ
এর পক্ষ থেকে মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অবঃ) একটি সম্মাননা স্বারক নিটার
পরিচালক মহোদয়ের হাতে তুলে দেন।
অনুষ্ঠানের
শেষ পর্যায়ে আগত অতিথিদের নিয়ে নিটার ক্যাম্পাস পরিদর্শন করা হয় ।